Breaking News

৬০০ এতিমের মুখে আহার তুলে দিল ফেসবুক গ্রুপ ‘আম’রাই কিংবদন্তী’

এতিমখানা ও বিভিন্ন ছিন্নমূল সুবিধাবঞ্চিত প্রায় ছয় শতাধিক এতিম শি’শুদের মুখে খাবার তুলে দিয়েছে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ ‘আম’রাই কিংবদন্তী’।

‘এসএসসি ২০০০’ এবং ‘এইচএসসি ২০০২’ ব্যাচের ফেসবুক গ্রুপটি কুষ্টিয়া সদর, খোকসা ও কুমা’রখালী উপজে’লার সাতটি এতিমখানা ও বিভিন্ন ছিন্নমূল শি’শুদের মুখে খাবার তুলে দেয়। গ্রুপটির স্লোগান ‘ক্ষুদ্র্র প্রয়াসে পাশে আছি’।

শুক্রবার (২২ জানুয়ারি) কুমা’রখালীর জিজাবাগান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে দুপুর সাড়ে ১২টা থেকে খাবার বিতরণের এই কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, চলমান করো’নার (কোভিড-১৯) ভ’য়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে ২০২০ সালের ১২ জুন থেকে খাবার বিতরণ কার্যক্রমটি চালু রয়েছে। বর্তমানে প্রতি শুক্রবার এটি চলমান থাকলেও ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালের ১৫ নভেম্বর গ্রুপটির যাত্রা শুরু। বর্তমানে এর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার। বর্তমানে গ্রুপটি দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অ’ভিযান, প্রতিব’ন্ধী শি’শুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায়

মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং র’ক্তদানসহ নানা কর্মসূচি চলমান রেখেছে।

শেয়ার করুন

Check Also

করো’না র টিকা নিতে গিয়ে জানতে পারলেন তিনি মা’রা গেছেন

করো’নাভাই’রাসের টিকার (ভ্যাকসিন) নিব’ন্ধন ক’রতে গিয়ে দে’খতে পান ২০১৪ সালের ৩ জুনে মা’রা গেছেন তিনি। …