১৬টি গ্রামের ১৫ হাজার মানুষের প্রতিদিন নদী পাড়া-পাড়ের একমাত্র ভরসা হুড়াসাগর নদীর উপর সেচ্ছা শ্রমে নির্মিত ২৫০ ফুট দৈর্ঘ্যরে বাঁশের সাঁকো।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নরিনা সহ ১৬টি গ্রামের ১৫ হাজার মানুষের প্রতিদিন নদী পাড়া-পাড়ের একমাত্র ভরসা হুড়াসাগর নদীর উপর সেচ্ছা শ্রমে নির্মিত ২৫০ ফুট দৈর্ঘ্যরে বাঁশের সাঁকো।
এই বাঁশের সাঁকো দিয়ে চর নরিনা সহ ১৬টি গ্রামের ১৫ হাজার মানুষ ও ১০টি স্কুল, কলে ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। গ্রাম গুলো হল, চর নরিনা, নরিনা, টেপরী, চরটেপরী, বারইটেপরী, পুরানটেপরী, বাওশাগাড়ি, সাতবাড়িয়া, আগনুকালি, জয়রামপুর, চিলাপাড়া, মালতিডাঙ্গা, ডিগ্রিরচর, খামার উল্লাপাড়া, কালিপুর ও ধুকুরিয়াবেড়া।
স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলো হল, চর নরিনা উচ্চ বিদ্যালয়, চর নরিনা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নরিনা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামার উল্লাপাড়া হাই স্কুল, সাতবাড়িয়া হাইস্কুল, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ,
সাতবাড়িয়া কারিগরি কলেজ, সাতবাড়িয়া মাদ্রাসা, নরিনা হাইস্কুল ও নরিনা মাদ্রাসা। শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চর নরিনা গ্রামটি অত্যন্ত দূর্গম এলাকা। এ গ্রামে যাতায়াতের ভাল কোন রাস্তা নেই। এই বাঁশের সাঁকোই আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। এখানে একটি কংক্রিট ব্রীজ অতি প্রয়োজন।