‘হ্যাঁ, আমি মুসলিম, আমাকে বাঁচতে দিন’: মৃত্যুর হুমকি পেয়ে বললেন আয়মান সাদিক
অনলাইনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এ কথা তিনি নিজেই নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেলে আপলোড করা এ ভিডিওতে আয়মান সাদিক বলেন, ‘বাইরের দেশে থাকা ভিন্ন বিশ্বাসের টেন মিনিট স্কুলের এক সাবেক কর্মীর সমকামীতা নিয়ে দেয়া পোস্টের কারণে আমাকে এ হুমকি দেয়া হচ্ছে।






আয়মান সাদিক এসময় দুঃখ নিয়ে বলেন, আমি কখনো ভাবি নি আমাকে পাবলিকলি নিজের ধর্মের হিসাব দিতে হবে। হ্যাঁ, আমি মুসলিম। আমাকে বাঁচতে দিন। আমার বাবা-মা কিছুক্ষণ পরপর আমাকে দেখে যাচ্ছে। টেন মিনিট স্কুলের এক সাবেক কর্মীর ব্যক্তিগত পোস্টের কারণে আমাকে আমার ধর্মের হিসেব দিতে হবে, টেন মিনিট স্কুলকে মানুষ বয়কট করতে বলবে তা আমি কখনো ভাবি নি।






Read More-যখন পোস্ট করলে লাইক বেশি পাবেন
আমাদের এমন কারো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ দুরুহ ব্যাপার। নামে-বেনামে অনেকেরই এক বা একাধিক ফেসবুক প্রোফাইল কিংবা ফ্যান পেজ আছে। এর মধ্যে কেউ জনপ্রিয় আবার কেউ অজনপ্রিয়। কেউ পোস্ট দিলেও লাইক-কমেন্টস-শেয়ারে ভরপুর হয়ে দাঁড়ায়।






আবার কেউ হাজার চেষ্টা করেও লাইক-কমেন্টস-শেয়ার কপালে জটে না। তাদের জন্য সুখবর দিয়েছে বাস্টল ডটকম। প্রতিষ্ঠানটি চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে।






গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি লাইক পাওয়া যায় সপ্তাহের কাজের দিনেগুলোতে- সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো কিছু পোস্ট করলে। মাঝে দুই ঘণ্টার লাইকের স্রোতে ভাটা থাকে বলা যায়। এরপরে আবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে আপনি লাইকের জোয়ার ধরতে পারবেন।






এতে আরও বলা হয়েছে, কিন্তু ছুটির দিনগুলোতে মানুষ ব্যক্তিগত কাজের পাশাপাশি খুব একটা নিয়মমাফিক জীবন যাপন করে বলে ওই দিনগুলোতে লাইকের সংখ্যাও উল্লেখযোগ হারে কম হয়। সে ক্ষেত্রে বেশিরভাগ মানুষের অবসরের দিনগুলো পোস্ট করলে লাইকের হারও বেড়ে যাবে।