হা’সপা’তাল ছা’ড়ছেন ইউএনও ওয়াহিদা
সুস্থ হয়ে উঠেছেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। ফলে ছা’ড়া পাচ্ছেন হা’সপা’তাল থেকে।
প্রায় এক মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হা’সপা’তালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ওয়াহিদা খানমকে হা’সপা’তাল থেকে ছে’ড়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হা’সপা’তালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহেদ হোসেন।
তিনি বলেন, ‘ওয়াহিদা খানম এখন সুস্থ। স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। হাঁটা-চলা, কথা-বার্তা এবং খাওয়া-দাওয়াও করছেন। তবে সামান্য দু’র্বল’তা আছে। সপ্তাহখানেকের মধ্যে তাও ঠিক হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢু’কে হা’ম’লা করে দু’র্বৃ’ত্ত’রা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁ’ধে ফে’লে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেন্টিলেটর ভে’ঙে বাসায় প্রবেশ করে হা’ম’লা’কারীরা।
ভেতরে ঢু’কে ভারী ও ধা’রা’লো অ’স্ত্র দিয়ে কু’পি’য়ে এবং আ’ঘা’ত করে ইউএনও ওয়াহিদাকে গু’রু’তর আ’হ’ত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মু’ক্তিযো’দ্ধা ওমর আলী শেখকে (৭০) জ’খ’ম করে দু’র্বৃ’ত্ত’রা। পরে তারা অ’চেতন হয়ে পড়লে মৃ’ত ভেবে হা’ম’লা’কারীরা পা’লি’য়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উ’দ্ধা’র করেন।