Breaking News

হাতি দিয়ে নারীর বডি ম্যাসাজ, ভিডিও ভাইরাল (ভিডিও)

হাতি দিয়ে নারীর বডি ম্যাসাজ, ভিডিও ভাইরাল (ভিডিও)

ক্লান্ত শরীরে ম্যাসাজ করলে কার না ভালো লাগে। প্রতিটি মানুষই আরাম প্রিয়। অনেকে তো আরাম উপভোগ করার জন্য বডি ম্যাসাজ করিয়ে থাকেন।

আর সেই ম্যাসাজ যদি হয় হাতির শুঁড় ও পায়ের তালুর! অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি নারীর পিঠে হাতির শুঁড় ও পায়ের তালু ম্যাসাজের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী নিচু একটি খাটে উল্টো হয়ে শুয়ে আছেন আর হাতি তার শুঁড় দিয়ে সুন্দর করে ওই নারীর পিঠ ম্যাসাজ করছে। ওই নারী হাতির এমন ম্যাসাজ উপভোগও করছেন। এর কিছুক্ষণ পরই আবার পায়ের তালু দিয়ে ম্যাসাজ শুরু করেন হাতি।

থাইল্যান্ডে হাতির শুঁড় দিয়ে ম্যাসাজের বিষয়টি বেশ পুরনো প্রথা। দেশটিতে পর্যটকদের ম্যাসাজ করার জন্য এভাবে হাতি ব্যবহার করা হয় তবে তা প্রশিক্ষিত হাতি।

হাতির পা পিঠে দেওয়ার পর অনেকেরই হৃদস্পন্দন দ্রুত গতিতে বেড়ে যায়। অনেক ছোট থেকেই হাতিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বলে ভয়ের কিছু থাকে না।
সূত্র আরটিভি

শেয়ার করুন

Check Also

করো’না র টিকা নিতে গিয়ে জানতে পারলেন তিনি মা’রা গেছেন

করো’নাভাই’রাসের টিকার (ভ্যাকসিন) নিব’ন্ধন ক’রতে গিয়ে দে’খতে পান ২০১৪ সালের ৩ জুনে মা’রা গেছেন তিনি। …