যশোরের বাঘারপাড়ায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় রিপন (৩০) নামে এক মাইক্রোবাস চালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।






নিহত রিপন বাঘারপাড়ার মহিরন গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে গ্রেফতার ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত বরকত যশোর সদর উপজেলার মোল্লাপাড়ার মাহফুজুর রহমানের ছেলে।






বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বেলা পৌনে ২টার দিকে বরকত (৩০) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল গেট সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় রিপনসহ আরও ২/৩ জন ইভটিজিং করে।






বরকত তাদের কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে রিপনের বুকে ছুরিকাঘাত করে। এতে রিপন গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।