Breaking News

সৌখিন শিকারির বড়শিতে উঠল বিশাল বোয়াল মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক সৌখিন শিকারির বড়শিতে বিশাল আকারের বোয়াল মাছ ধরা পড়েছে। গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৌখিন মৎস্য শিকারি আবু সাইদ পলাশের বড়শিতে মঙ্গলবার ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছটি ধরা পড়েছে।

এ বিষয়ে আবু সাইদ পলাশ বলেন, আমি কার্গো জাহাজে চাকরি করি। আমাদের জাহাজটি সোমবার পাবনার নটাখোলা স্থানে যমুনা নদীতে আটকা পড়ে।সেখানে দীর্ঘ সময় অলস বসে থেকে এক পর্যায়ে রাতে নদীতে একটা বড়শি ফেলি।

তিনি বলেন, সারারাত বড়শিতে কোনো সাড়া না পেলেও মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বড়শিতে একটি সজোরে ধাক্কা টান দেয়। এতে আমি বুঝতে পারি বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে। বড়শি উপরে টেনে তুলতেই দেখতে পাই বড় সাইজের একটি বোয়াল মাছ।

সাইদ পলাশ বলেন, পরে মাছটি মেপে দেখি এটির ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম। পরে আমি দুপুর ১২টার দিকে মাছটি নিয়ে আমার নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

এত বড় মাছ কী করবেন জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি সৌখিন শিকারি। দীর্ঘদিন ধরে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করি।কিন্তু এতো বড় মাছ কখনোই পাইনি।এই মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। মাছটি আমি আমার সকল আত্মীয়-স্বজনদের নিয়ে ভাগ করে খাবো।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় ইলিশ মাছের আকাল থাকলেও প্রায়ই নদীতে বড় আকৃতির বাঘাইড়, বোয়াল, কাতলসহ নানান সুস্বাদু মাছ ধরা পড়ছে। বিষয়টি খুবই ভালো।

শেয়ার করুন

Check Also

জিয়াকে জাতির পিতা বলায় তারেকের বিরুদ্ধে মামলা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির পিতা বলে ঘোষণা দেয়ার অ’ভিযো’গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের …