রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে জেলে ওয়ালিউরের (৪০) জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বাঘাইর মাছ। আজ রবিবার সকালে উপজেলার পদ্মা নদীতে এক মণ ওজনের মাছটি ধরা পড়ে। মাছটি ৩৪ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
এর আগেও ওয়ালিউর পদ্মায় পাঁচটি বাঘাইর মাছ পেয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে ১১০ কেজি বাঘাইর মাছ পেয়েছেন তিনি। এগুলো বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করেছেন বলে জানা গেছে।
ওয়ালিউর চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামের ইউছুফ দেওয়ানের ছেলে। পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। ইলিশের মৌসুমে তেমন মাছ পাননি। তবে ইলিশে ভাগ্য পরিবর্তন না হলেও বাঘাইর মাছে ফিরেছে তার ভাগ্য।
জানা গেছে, ওয়ালিউর প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। আজ রবিবার সকাল ৬টায় তার জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়ে। তিনি মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা হিসেবে মোট ৩৪ হাজার টাকায় স্থানীয় ব্যাপারী করিম উদ্দিনের কাছে বিক্রি করেছেন। করিম মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
ওয়ালিউর বলেন, ‘গত ইলিশের মৌসুমে আমাদের এলাকায় পদ্মা নদীতে তেমন মাছ পাইনি। তবে এখন বাঘাইর মাছ ধরা পড়ছে অনেক।’