হালের জনপ্রিয় মুখ সানাই। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে নিজের বাগদান সম্পর্কে কথা বলেছেন অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা।
সানাই বলেন, কয়েক মাস ধরে আমাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিশেষ করে আমার একটি অস্ত্রোপচারের পর এই ঝড় বেড়ে গেছে। সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি বাবা-মাও বকাঝকা করছিলেন, তখন এই মানুষটি আমার হাত শক্ত করে ধরেন। তিনি আমাকে ছেড়ে যাননি। তাই মনে হলো, জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ আমার চাই। এ কারণে, বয়স-সন্তান-ডিভোর্সের বিষয় আমার মাথায় কাজ করেনি।