শুধু পতাকাই নয় এটা আমার অস্তিত্ব: মাশরাফী
মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধা ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা।
বিজয়ের ৪৯ তম বছর পূর্ণ করার এই আনন্দের দিনে নিজ ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী।
জাতীয় পতাকার একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই নয় আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’