রিফাত হ’ত্যা’র অ’প্রাপ্তবয়স্ক ১৪ আ’সা’মির রা’য় ২৭ অক্টোবর
বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মা’ম’লার অ’প্রাপ্ত বয়স্ক ১৪ আ’সা’মির রা’য়ের তারিখ ঘোষণা করেছেন আ’দা’লত।
আগামী ২৭ অক্টোবর এ রা’য় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আ’দা’লতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যু’ক্তিখ’ণ্ড’ন শেষে রা’য়ের দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আ’ইনজীবী বরগুনার নারী ও শিশু আ’দা’লতের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান বাবুল গণমাধ্যমকে বলেন, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ বুধবার এই ‘যু’ক্তিত’র্কের অবশিষ্ট অংশ আ’দা’লতে উপস্থাপন করা হয়।
এরপর যু’ক্তিত’র্ক শেষ হলে ‘আগামী ২৭ অক্টোবর এ ‘রা’য়ের দিন ধার্য করেন। একই সঙ্গে এ মা’ম’লায় জা’মিনে থাকা আট আ’সা’মিকে নিজ নিজ আ’ইনজীবীর জিম্মায় ফের জা’মিন ম’ঞ্জুর করা হয়েছে।