Breaking News

মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগেঃ দীঘি

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেত্রী সিনেমা প্রে’মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে দীঘি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অ’ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।

নতুন খবর হচ্ছে, একসঙ্গে পাঁচ ছবি থেকে দীঘির বাদ পড়ার খবর চাউর হয়েছে।

এই মুহূর্তে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে খুব বেশি আগ্রহ নেই দীঘির। তার ভাষায়, আমা’র হাতে আরো অনেকগুলো সিনেমা এবং ওয়েব সিরিজ আছে। সেগুলো ডেট আমি দেশে ফিরেই দিব। আপাতত বঙ্গবন্ধু বায়োপিক ছাড়া অন্য কিছু ভাবছি না। সম্পূর্ণ ন্যাচারাল লুকে কাজ করছি। প্রথমে একটু টেনশনে ছিলাম, ন্যাচারাল লুকে ভালো লাগবে কি না তা নিয়ে। কিন্তু পরে যখন ফুটেজ দেখলাম তখন অনেক শান্তি পেলাম। মেকআপ ছাড়াই আমাকে সুন্দর লাগে। মেকআপ ছাড়া আমাকে এতো ভালো লাগে সেটা প্রথম জানলাম।

শেয়ার করুন

Check Also

ভয়ঙ্কর মাস্তান হলেন মোশাররফ করিম

শোবিজ ভুবনের আলোচিত মুখ মোশাররফ করিম। এই পর্যন্ত বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে …