মামা আবদুল কাদেরকে হারিয়ে কাঁদছেন ভাগ্নে আফজাল শরীফ
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এখানে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন সদ্য প্রয়াত অ’ভিনেতা আবদুল কাদের ও অ’ভিনেতা আফজাল শরীফ। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনার এই অনুষ্ঠানে তারা দুজনে মামা-ভাগ্নে চরিত্রে দিনের পর দিন দর্শককে হাসিয়েছেন, নানাভাবে সচেতন করেছেন।
সেই মামা-ভাগ্নের জনপ্রিয় জুটির মামা আবদুল কাদের চলে গেলেন আজ না ফেরার দেশে। তার এই মৃ’ত্যু মেনে নিতে ক’ষ্ট হচ্ছে ভাগ্নে আফজাল শরীফের।
এই প্রতিবেদকের কল রিসিভ হতেই শোনা গেল কা’ন্নামাখা কণ্ঠ, ‘হ্যালো’। পরিচয় পেয়ে ও প্রশ্ন শুনে উত্তর দিলেন, ‘ভাল্লাগতাছে না ভাই। সহ্য করার মতো না। ২০টি বছর একসঙ্গে কাজ করেছি। সে আমা’র আপনের চেয়েও আপন একজন। নিয়মিত যোগাযোগ হতো যে অল্প কজনের সঙ্গে তাদের একজন ছিলেন তিনি।’
খানিক নিরবতার পর আফজাল শরীফ আরও বলেন, ‘লাস্ট পর্ব, ইত্যাদির। আমা’র সংলাপ ছিলো, ‘আমি না জেনেবুঝে খা’রাপ করেই যাই। আর তুমি আমা’রে বাঁ’চায়া দাও মামা।’ তার সংলাপ ছিলো, ‘ভাইগ্না, আমি বারবার বাঁ’চাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁ’চাতে পারবো?’ দুজনের এই সংলাপগুলো আজ বারবার মনে পড়ছে। চলে যাওয়াটা একটু তাড়াতাড়িই হয়ে গেল।’
সবার কাছে আবদুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় অ’ভিনেতা আবদুল কাদের।