Breaking News

মানিকগঞ্জে ঘন কুয়াশায় বাস-ইজিবাইক সং’,ঘর্ষে নিহত ১, আ’হত ২০

ঘন কুয়াশার মধ্যে চলতে গিয়ে মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নি’হত হয়েছেন। দু’র্ঘ’টনার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে বাসের অন্তত ২০ যাত্রী আ’হত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গু’রুতর।

পুলিশ জানায়, ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দু’র্ঘটনা ঘ’টে।

শুকতারা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীতমুখী ইজিবাইকের সাথে মুখোমুখি সং’ঘর্ষ হয়। ইজিবাইক দুমড়ে মুচড়ে গেলে ঘ’ট’না’স্থলেই এর চালক শাহ আলম মা’রা যান।

দু’,র্ঘট’,নার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আ’হত হন। আ’হতদের উ’দ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়
সূত্র যমুনা টিভি

শেয়ার করুন

Check Also

উদ্বোধনের আগেই ধসে পড়লো সেতু

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর একটি নির্মাণাধীন সেতু উদ্বোধনের আগেই ধসে পড়েছে। সোমবার (১ মা’র্চ) …