সৌদি আরবের ম’দিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করেও নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করায় আ’লোচিত শি’শু বক্তা রফিকুল ইস’লামকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা রফিকুল ইস’লাম মাদানী। তিনি হেফাজতে ইস’লাম বাংলাদেশের ম’দিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্যও।
তার পক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফুল হাসান খাঁন এই নোটিশ পাঠান। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ওই আইনজীবী।
আগামী ১৫ দিনের মধ্যে নিজের পরিচয়ের সঙ্গে ‘মাদানী’ উপাধি ব্যবহার করা বন্ধ করা না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে রফিকুল ইস’লামকে নোটিশে জানানো হয়।
এতে বলা হয়, আপনি নোটিশগ্রহীতা ম’দিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া না করে এবং ম’দিনা মুনাওয়ারায় বসবাস না করা সত্ত্বে দীর্ঘদিন যাবত বেআইনিভাবে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ উপাধি ব্যবহার করে আসছেন, যেটি অন্যায়। শুধু মানুষকে বি’ভ্রান্ত করে অ’নৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে সত্য গো’পন করে আলেম-ওলামাসহ পাঠকদের কাছে আমা’র মক্কেলের গ্রহণযোগ্যতাকে বিনষ্ট করার হীন উদ্দেশ্যে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ পদবি ব্যবহার করছেন, যা সম্পূর্ণভাবে অ’নৈতিক ও বেআইনি।
নোটিশে আরও বলা হয়, আমা’র মক্কেল মা’ওলানা রফিকুল ইস’লাম মাদানী তার নামের সঙ্গে প্রায় ২৫ বছরের বেশি সময় ‘মাদানী’ পদবি ব্যবহার করে দেশে ও বিদেশে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন। কিন্তু আপনাকে আমা’র মক্কেল একাধিকবার মৌখিকভাবে এ অ’নৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও আপনি অনুরোধ রক্ষা না করে আপনার অ’নৈতিক ও বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ১৫ দিনের মধ্যে ‘মাদানী’ পদবি ব্যবহার করা থেকে বিরত না থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, নোটিশ প্রাপক রফিকুল ইস’লাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শি’শু বক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জে’লার পশ্চিম বিলা’শপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক রফিকুল ইস’লাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইস’লাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যু’ক্ত আছেন বলেও জানা গেছে।