চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনা ভাইরাস সেখান থেকে বিদায় নিলেও। এবার দেশটির রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া সংক্রমণের উৎস সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছে চীন। দেশটির রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র (সিডিসি) বলছে, সামুদ্রিক মাছ ও মাংসের একটি পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। সংস্থাটির মতে, মাছ-মাংসের বাজারের তাপমাত্রা ও আর্দ্রতা করোনা ভাইরাসের জন্য খুবই সহায়ক।






সিডিসি’র প্রধান কর্মকর্তা উ জুনইয়ো বলেন, প্রাথমিক তদন্ত শেষে এটাই নিশ্চিত হওয়া গেছে যে, শিনফাদি বাজারের সামুদ্রিক খাবার ও জলজ পণ্য বিক্রেতাদের মধ্যে প্রথম করোনা সংক্রমিত হয়। বাকিরা মাংস বিক্রেতা। তবে সামুদ্রিক মাছের বাজারের কর্মীদের মধ্যে অন্যদের আগে করোনা ছড়িয়েছে।






এদিকে মাছ-মাংসেও করোনাভাইরাসের উপস্থিতি থাকার দাবি করেছে সিডিসি। বলছে, শিনফাদি বাজারের মাছ-মাংসেও মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। বাজারে কারও মাধ্যমে এ সংক্রমণ ছড়িয়েছে, নাকি কোনো সামুদ্রিক প্রাণি থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে- তা নিয়ে এখন গবেষণা চলছে। এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বেইজিংয়ের ৮০ শতাংশ মাছ-মাংস সরবরাহ করা বাজারটি।





