Breaking News

বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ন তথ্য, ঘটনাস্থলে চারজনই ছিল

রাজধানীর কলাবাগান ডলফিন গলিতে ঘটে যাওয়া ঘটনাটি এখনো র’হস্য জনক হিসেবে থেকে গেছে এবং এই ঘটনার মূলহোতা যিনি অর্থাৎ

ইফতেখার ফারদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবকিছু স্বীকার করেছেন এবং তার বাসার দারোয়ান এর কথার সাথে অনেকখানি মিলেছে তার কথা।

এই ত’দন্তের ক্ষেত্রে অনেকটাই কার্যকারী ভূমিকা রেখেছে এই সিসিটিভির ফুটেজসম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর কলাবাগানের একটি বাসায় ডেকে নিয়ে

ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী আনুশকা নূর আমি এর ঘটনার মা’মলা। র’হস্য উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান।

এমনটিই দাবি করেছেন আনুশকার মা শাহানুরী আমিন। এ বিষয়ে জানতে চাইলে শাহানুরী আমিন দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন,

এগুলো একদম মিথ্যা কথা। এ কথার একভাগেরও সত্যতা নেই। ফারদিনের সঙ্গে কোনো স’ম্পর্কই ছিল না আমা’র মে’য়ের। অ’ভিযু’ক্ত ফারদিনের সাজা হলে আমি সন্তুষ্ট হবো।

তিনি বলেন, ফারদিনের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ঘটনার দিন ফারদিন আমাকে ফোন দেয়ার পরে

একাধিকবার তার ফোন বন্ধ করেছে আবার খুলেছে। আমি কখনো ফোন করে ফারদিনকে পেয়েছি আবার কখনো পাইনি।

তিনি বলেন, আমা’র ধারণা ফোনে যোগাযোগ করে আনুশকাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অ’চে/তন করে বাইরে থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

কারণ, আনুশকা আমা’র অনুমতি ছাড়া কখনো কারো বাসায় কোনোদিন যায়নি। আনুশকার সাথে এই ঘটনা শেষে ফারদিনের কিছু একটা করা দরকার এমন তাগিদে হাসপাতা’লে নিয়ে যায়।

তখন পালালেও ধ’রা পড়তো। ফারদিন নিজে ভালো এবং নি’র্দোষ সাজার জন্য আনুশকাকে হাসপাতা’লে নেয়।

আমাকে ফোন দেয়া- সবই ছিল তার কৌশল। এমনকি আমা’র মে’য়ের ফোন থেকেই আমাকে ফোন দেয় ফারদিন। আমা’র মে’য়ে হয়তো বাঁ’চার জন্য চেষ্টা করেছে।

ওর বাবাকে ঘটনার দিন দুপুর ১২টা ২০ মিনিটে ফোন দিলে তিনি ফোন রিসিভ করতে পারেননি। ব্যস্ত ছিলেন।

মনে হয়, তখন আনুশকা কোনোভাবে বাঁ’চার জন্য কৌশলে ফোন দেয়ার চেষ্টা করেছে। সে সুযোগ পেলে হয়তো আমাকেও ফোন দিতো।

হঠাৎ করে একবার একটি ফোন এসেছিল। শাহানুরী বলেন, আনুশকার পিঠে এবং পেছনে অসংখ্য কালসিটে দাগ দেখা গেছে। “র”’/”ক্ত” জমে গেছে।

আনুশকাকে যেভাবে বি’কৃত করে না ফেরার দেশে পাঠানো হয়েছিল সেটা বোঝা গেছে। ওখানে এটা শুধু একজনের কাজ ছিল না। ঘটনাস্থলে তারা চারজনই ছিল।

শেয়ার করুন

Check Also

জিয়াকে জাতির পিতা বলায় তারেকের বিরুদ্ধে মামলা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির পিতা বলে ঘোষণা দেয়ার অ’ভিযো’গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের …