বিয়ের অনুষ্ঠানে গিয়ে নদীতে ডুবে জামাইয়ের মৃ’ত্যু
নাটোরের বড়াইগ্রামে খলিশাডাঙ্গা নদীতে ডুবে জীবন হোসেন (২৩) নামে একজনের মৃ’ত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এ ঘটনা ঘটে।
জীবন ঈশ্বরদী উপজেলার পাকশি নতুন বাজার এলাকার সেন্টু মিয়ার ছেলে।
নগর ইউপি চেয়ারম্যান পরিবারের বরাত দিয়ে জানান, তিন মাস আগে বিয়ে করেন জীবন হোসেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ফুফা শ্বশুর মোক্তারের বাড়িতে যান। দুপুরে বাড়ি সংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় জীবন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে জীবন নদীতে নেমে স্ট্রোক করে মারা গেছেন। ফলে পানিতে তলিয়ে গিয়েছিলেন। নদীতে স্রোত না থাকায় অন্য কোনো কারণে মৃ’ত্যুর সম্ভাবনা নেই।