ও, ভাই। আমা’র ভাইরে আইনা দেন। ও, ভাই। আমা’র পড়ালেখার খরচ কে চালাবে। আমাদের সব শেষ। ভাইরে, আমা’র ভাই।
কথাগুলো বলছিলেন ইউক্রেনে বাংলাদেশের জাহাজে রুশ হা’মলায় নি’হত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মা’ওলা প্রিন্স।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হা’মলা চালাচ্ছে রাশিয়া। বাংলাদেশ সময় ২ মা’র্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে হা’মলার শিকার হয় জাহাজ বাংলার সমৃদ্ধি। এতে জাহাজটিতে থাকা ২৯ জন বাংলাদেশি নাবিকের একজন নি’হত হন।
ওই হা’মলায় বেঁচে যাওয়া ২৮ নাবিককে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুপুরে তারা ঢাকা পৌঁছেছেন। নি’হত ইঞ্জিনিয়ার হাদিসুরের পরিবার ভেবেছিল এই ২৮ জনের সঙ্গে হাদিসুরের ম’রদেহও আসবে। সে জন্য তারা বিমানবন্দরে অ’পেক্ষা করছিলেন।
তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, রকেট হা’মলায় নি’হত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃ’তদেহ নিরাপদ জায়গায় নিয়ে হিমাগারে রাখা হয়েছে এবং পরে সুবিধাজনক সময়ে মৃ’তদেহ দেশে ফিরিয়ে আনা হবে।