বাদ জোহর দেওয়ানবাগী পীরের জানাজা, দেওয়া হবে গার্ড অব অনার
রাজধানী মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রয়াত পীর, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীর নামাজে জানাজা আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। মুক্তিযু’দ্ধে বিশেষ অবদানের জন্য জানাজার শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। দেওয়ানবাগ দরবার শরীফের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।
জানাজা শেষে দেওয়ানবাগী পীরকে বাবে ম’দিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রী’র পাশে সমাহিত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারি মোহাম্ম’দ মেহেদী।
দেওয়ানবাগের পরিচালক ড. আরসাম কুদরত এ খোদা স্বাক্ষরিত এক প্রেস বি’জ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযু’দ্ধে দেওয়ানবাগী পীর ৩ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বি’রুদ্ধে সাহসিকতার সঙ্গে যু’দ্ধ করেন। যু’দ্ধ শেষে তিনি সে’নাবাহিনীর ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সর্বমোট ১১ টি দরবার ও শতাধিক খানকাহ প্রতিষ্ঠা করেন।
গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে ই’ন্তেকাল করেন দেওয়ানবাগী পীর। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সকাল পৌনে সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতা’লে নিলে ডাক্তার তাঁকে মৃ’ত ঘোষণা করেন।
দেওয়ানবাগ দরবার শরিফের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি ‘দেওয়ানবাগী’ নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজে’লার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।
ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মে’য়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।
তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়ে তোলেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব-এ খোদা। আস্তে আস্তে তার অনুসারি বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করছেন দেওয়ানবাগী।