এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হবে আইপিএলের ১৪ তম আসর। নিলামে ৩ কোটি ২০ রুপি দিয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এপ্রিলেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ক্রিকবাজের খবর অনুসারে, আইপিএল খেলার জন্য টেস্ট সিরিজে থাকবেন না সাকিব।
ক্রিকবাজকে আকরাম খান বলেন , “তিনি (সাকিব) আমাদেরকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে একটি চিঠি দিয়েছেন কারণ তিনি আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি কারণ যার খেলার ইচ্ছা নেই তাকে পুশ করার কোনো অর্থ নেই।
আরও পড়ুন:> অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায়, কান্নায় ভেঙে পড়লেন সেরেনা সেই ২০১৭ সালে সেরেনা উইলিয়ামসের ২৩তম গ্র্যান্ড স্লাম। মার্গারেট কোর্টকে ছুঁতে এর পর থেকেই আরেকটি শিরোপার অপেক্ষা তাঁর ফুরাচ্ছেই না। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও হলো না।
বৃহস্পতিবার সেমিফাইনালে জাপানি নাওমি ওসাকার কাছে ৬-৩ ও ৬-৪ গেমে হারের পর সংবাদ সম্মেলনে নিজেকে আর ধরে রাখতে পারেননি ৩৯ বছর বয়সী এই তারকা, কান্নায় ভেঙে পড়েছেন। ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা ছিল তাঁর কণ্ঠে, ‘জানি না সামনে কী হবে, তবে কাউকে বলে বিদায় নেব না।’
চতুর্থ গ্র্যান্ড স্লামের আশায় ফাইনালে আমেরিকারই জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। ব্র্যাডি সেমিফাইনালে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ক্যারোলিনা মুচোভাকে, যিনি কোয়ার্টার ফাইনালে বিদায় করেছিলেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টিকে।
ছেলেদের কোর্টে রাফায়েল নাদাল বিদায় নিলেও নোভাক জোকোভিচ কোনো ভুল করছেন না। রাশিয়ার আসলান কারাতসেভকে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে কাল আসরের ফাইনালে উঠে গেছেন সার্বিয়ান তারকা।