ভারতে শুরু হয়েছে গণটিকাকরণ। শুরুতে ৩ কোটি প্রথম সারির কোভিড যোদ্ধাকে দেওয়া হবে ভ্যাকসিন (Covid Vaccine)। এর মধ্যেই পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার।
ঢাকায় কোভিশিল্ডের ২ মিলিয়ন বা ২০ লক্ষ ডোজ টিকা উপহার পাঠাচ্ছে নয়াদিল্লি। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন (Covidshield) পাঠানো হচ্ছে বাংলাদেশে। ২০ লক্ষ ডোজ উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে। আগামী ২০ জানুয়ারি একটি বিশেষ বিমানে তা পৌঁছবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ভারত-বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করতেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বলে খবর নয়াদিল্লি সূত্রে।ভারতে দু’টি টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড (Covidshield) তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
আর একটি হায়দরবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। কোভিশিল্ড ট্রায়ালের তিনটি ধাপই পার করেছে। তবে কোভ্যাক্সিন ৩টি ধাপের আগেই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সূত্রঃ Zeenews.india