বউ থাকল বাপের বাড়ি, বর কারাগারে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রথম স্ত্রী রেখে ১২ বছরের এক শিশুকে বিয়ে করার অভিযোগে দিদার ইসলাম (৪০) নামে এক বরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলার কামারখাড়া পয়সাগাঁও গ্রামে অভিযান চালিয়ে বরকে আটক করা হয়। পরে রাতে অভিযুক্ত বরকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।
দণ্ডপ্রাপ্ত দিদার উপজেলার বেসনাল গ্রামের আ. কাদির বেপারির ছেলে।
স্থানীয় বাসিন্দা শিশুর মামা তাজুল ইসলাম মোবাইল ফোনে জানান, আমার বোন ও দুলাভাই বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুজনকে ফুসলিয়ে দিদার এ জঘন্য কাজটি করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী এক বৎসর কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জড়িত কাজীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।