ফাঁ’সি একটা ভাঁওতাবাজি, শা’স্তি এমন হওয়া দরকার যেন পুনরাবৃত্তি না ঘটে: ডা. জাফরুল্লাহ চৌধুরী
নারায়ণগঞ্জ, ১০ অক্টোবর- দেশের বর্তমান সমস্যা যৌ’ন নি’পীড়ন ও নি’র্যাতনের আইন সংশোধন নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ফাঁ’সি একটা ভাঁওতাবাজি। শা’স্তিটা এমন হওয়া দরকার যেন অ’প’রাধের পুনরাবৃত্তি না ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে গণসংহতি আ’ন্দোলনের আয়োজনে ‘বাংলাদেশে কাঠামোগত হ’ত্যাকা’ণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ শীর্ষক গণসংলাপে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তন করতে হবে না। সম্পূর্ণ নিয়ম পরিবর্তন করতে হবে। ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে। আমা’র কথা আমি বলতে পারবো না এটা হতে পারে না। এটা আমা’র দেশ।
গণসংলাপে গণসংহতি আ’ন্দোলনের নারায়ণগঞ্জ জে’লা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্ম’দ ও গণসংহতি আ’ন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সন্ত্রাস নির্মূল ত্বকী’ মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রমুখ।