চলতি বছরের পেঁয়াজ মৌসুমে পেঁয়াজের রাজধানী খ্যাত সালথা উপজে’লায় ১২,০০০ (বার হাজার) হেক্টরের বেশি জমিতে পেঁয়াজের চাষ হচ্ছে।পরিমানে মোট আবাদি জমির ৮৮ শতাংশ। তাইতো পেঁয়াজ চাষীদের আরও উৎসাহ দিতে কৃষকদের সাথে পেঁয়াজের চারা রোপণ করেন ফরিদপুরের সালথা উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মোহাম্ম’দ হাসিব সরকার।
বুধবার (৩০ ডিসেম্বর) উপজে’লার বিভিন্ন এলাকায় পেঁয়াজের চারা রোপণ করে এবং কৃষকদের মাঝে পেঁয়াজ ও গম চাষ ব্যবস্থাপনা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীও পরিদর্শন করা হয়।
সালথা উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মোহাম্ম’দ হাসিব সরকার ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মা’রুফা সুলতানা খাঁন হিরামনি, উপজে’লা কৃষি কর্মক’র্তা কৃষিবিদ জীবাংশু দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মক’র্তা ও উপ-সহকারী কৃষি কর্মক’র্তাও উপস্থিত ছিলেন।