ঢাকার ধাম;রাইয়ে প্রে;মের টা;নে; স্বা;মীর ;ঘ;র ছাড়;লেন আরে;ক এক নারী ইউপি সদস্য। তিনি সুয়াপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য। তার নাম সীমা আক্তার সুমি। এর আগে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের
নারী আসনের সদস্য হামিদা আক্তার গুদি ও প্রিয়শী আক্তার প’রকীয়া প্রেমের টানে ঘর ছাড়েন। এ নিয়ে এ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের তিনজন সদস্য প’রকীয়া প্রেমের টানে স্বামী-স’ন্তান ও সাজানো সংসার ছেড়ে অন্যের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন।
এলাকাবাসী ও তার পরিবার জানায়, সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চকিদার মো. আনোয়ার হোসেন ১৮ বছর আগে সীমা আক্তার সুমি নামে এক পোশাক শ্র’মিককে দ্বিতীয় বিয়ে করেন। এরপর ওই নারী পোশাক শ্র’মিক ২০১১ সালে প্রথম ও ২০১৬ সালে দ্বিতীয়বার সংরক্ষিত নারী ইউপি সদস্য নির্বাচিত হন।
এরপর তার স্ত্রীর সঙ্গে অন্য জনপ্রতিনিধির প’রকীয়া প্রেমের প্র’তিবাদ করতে গিয়ে চাকুরিচ্যুত হন আনোয়ার। পরে তিনি সুয়াপুর বাজারের ব্রিজ পয়েন্টে চায়ের দোকান খুলে ব্যবসা শুরু করেন।