Breaking News

নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো: সুবাহ

ক্রিকেটার নাসির হোসেনকে ইঙ্গিত করে বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সুবাহ। সুবাহ বলেন, নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো…।’

শনিবার ক্রিকেটার নাসির ও সাব্বির নামের এক যুবকের কথোপকথনের অডিও ক্লিপস, ভিডিও আকারে ভাইরাল হয়। সেখানে সাব্বির নামের ওই যুবক দাবি করেন তার স্ত্রী তামিমা, যার সঙ্গে ইতোমধ্যে নাসির পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি। এই তাম্মি নাকি সাব্বিরের স্ত্রী যাদের মধ্যে এখনো বিচ্ছেদ ঘটেনি। এমনকী ৮ বছরের একটি বাচ্চাও রয়েছে তাদের। বিচ্ছেদ না দিয়েও অন্যকে বিয়ে করায় সাব্বির থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

শনিবার সন্ধ্যায় রাকিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একজনের বউ কীভাবে অন্যজনে বিয়ে করে? আমি আসলে ক্লিয়ারেন্স চাই। সে সাংবাদিকের কাছে বলছে যে আমাকে ডিভোর্স দিছে, কিন্তু ডিভোর্সের কাগজপত্র দেখাতে পারে নাই। তার দাবি, সে ডিভোর্স লেটার পোস্ট করছে। কিন্তু সেই চিঠি আমি বা আমার ফ্যামিলির কেউ পায় নাই। সে (তামিমা) আমার কাছে এসে বলত, যে সে অন্য কাউকে বিয়ে করতে চায়। কিংবা নাসির এসেই আমাকে বলত যে তারা বিয়ে করতে চায়। আমার থেকে ক্লিয়ারেন্স নিয়ে বিয়ে করত। আমি আপত্তি করতাম না। কারণ জোর করে ভালোবাসা হয় না।মেয়েটা ভিডিও দেখে কান্না করছে। সে তার মাকে খুঁজতেছে।’

আর এই বিষয়টিকে হস্তগত করেছেন হুমায়রা সুবাহ। সুবাহ ও নাসিরের প্রেম সোশ্যাল মিডিয়ায় সকলেরই জানা। সুবাহ লাইভে এসে নাসিরের জন্য কান্নাকাটিও করেছিলেন। তুলে ধরেছিলেন সম্পর্কের গভীরতা। নাসির এই সম্পর্ককে অস্বীকার করে। সুবাহ এটিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সুবাহ এই সময় ভালোই আছেন।

সাম্প্রতিক সময়ে সুবাহ কালের কণ্ঠকে বলেছেন, ‘আমি মাশাল্লাহ অনেক ভালো আছি। এখন আমি সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আমার ৫ টি সিনেমার শুটিং শেষ হয়েছে। সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে একটির কাজ চলছে।’

রবিবার দুপুরে সুবাহ ফেসবুক লাইভে আসেন। ওই লাইভ থেকে বোঝা যায় পরিবার নিয়ে সুবাহ পিকনিক করতে গিয়েছেন। লাইভে সুবাহ তার বোন ভাবিসহ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। লাইভের শেষভাগে সুবাহ বলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন যাতে আপনাদের বৌ এদিক সেদিক ভাইগা টাইগা না যায়।’

শেয়ার করুন

Check Also

করো’না র টিকা নিতে গিয়ে জানতে পারলেন তিনি মা’রা গেছেন

করো’নাভাই’রাসের টিকার (ভ্যাকসিন) নিব’ন্ধন ক’রতে গিয়ে দে’খতে পান ২০১৪ সালের ৩ জুনে মা’রা গেছেন তিনি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *