নিউজিল্যান্ডে নির্বাচন: একক সরকার গঠনের পথে জেসিন্ডা আর্ডেন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন জেসিন্ডা আর্ডেন। এ পর্যন্ত ৪০ ভাগ ভোট গণনা হয়েছে। এর মধ্যে তার দল প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ।
গত সেপ্টেম্বরেই এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। খবর এএফপি, আল জাজিরার।
শনিবারের নির্বাচনে আর্ডেনের দল বিজয়ী হলে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সরকার গঠন করবে। সেটি হলে গত কয়েক দশকের মধ্যে এটাই হবে নিউজিল্যান্ডে প্রথম একক কোনো দলে নেতৃত্বে সরকার গঠন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আর্ডেনের লেবার পার্র্টি দেশটির অবিচ্ছিন্ন সংসদের ১২০ আসনের মধ্যে ৬৬ আসনে বিজয়ী হওয়ার পথে। ১৯৯৬ সালে দেশটিতে আনুপাতিক ভোটদান পদ্ধতি চালু হওয়ার পর এটাই যে কোনো দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট পাওয়া। নির্বাচনে লেবাররা যদি অর্ধেকের বেশি আসন পায়, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী একক দল হিসেবে তারা সরকার গঠন করতে সক্ষম হবে।