বাংলাদেশের ক্রিকেট’কে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তার মধ্যে নাসির অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, বিয়ে করেছেন জাতীয় দলের আ’লোচিত ক্রিকেটার নাসির হোসেন। পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা নীরবেই প্রিয়তমা’র সাথে গাঁটছড়া বাঁধলেও নাসির হোসেনের গায়ে হলুদে বসেছে তারার মেলা।
উপস্থিত ছিলেন এনামুল হক বিজয় শামসুর রহমান শুভ সহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন হোয়াইওয়াশ হয়ে হতাশায় ডুবছিল বাংলাদেশ তখন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছিলেন ক্রিকেটার নাসির হোসেন।
বিয়ে করেছেন জাতীয় দলের আ’লোচিত এই ক্রিকেটার।
রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিয়ের আয়োজন সম্পন্ন করেন নাসির।
অনুষ্ঠানে, পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
নাসিরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র।
তারা জানিয়েছেন, নাসিরের নববধূর নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।
গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সট্রাগ্রামে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিট করে দেন।
জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।