ধ’র্ষ’ক’দের শা’স্তি টেলিভিশনে লাইভ দেখতে চান শাওন
সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া ধ’র্ষ’ণের ঘটনায় প্র’তিবা’দে সোচ্চার হয়ে উঠেছে সবাই। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনও জানিয়েছেন প্রতিবাদ। ধ’র্ষ’কের প্র’কাশ্যে ভ’য়াব’হ শা’স্তি চাইলেন তিনি।
এ প্রসঙ্গে সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শাওন। জানিয়েছেন ধ’র্ষ’ণের ‘। চেয়েছেন ধ’র্ষ’কদের ক’ঠোর শা’স্তি।
সময় সংবাদের পাঠকদের জন্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সেই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।
শাওন লেখেন, ‘মৃ’ত্যুদ’ণ্ড কিংবা ক্রসফায়ার, কোনো শা’স্তিই যথেষ্ট নয় অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধ’র্ষ’কের এমন ক’ঠিন শা’স্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃ’ত্যু কামনা করে।
স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভ’য়াব’হতম শা’স্তি কার্যকর হোক, সবগুলো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধ’র্ষ’ক শিউরে উঠে। আর কোনো নপুংসকের কল্পনাতেও যেন ধ’র্ষ’ণের চিন্তা না আসে।’