থানার মধ্যে নেচেই চাকরি হারালো না’রী পু’লিশ কর্মী! (ভিডিও
থানার মধ্যে টিকটক ভিডিওতে নাচছিলেন এক না’রী পু’লিশ কর্মী। তার নাচের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেটি।
তারপরেই বি’ষয়টি নজরে আসে পু’লিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পরক্ষনেই সাসপেন্ড করা হয় ওই পু’লিশকর্মীকে। ঘ’টনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জে’লার লাংনাজ পু’লিশ স্টেশনে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, থানার ভিতরে লক আপের সামনে দাঁড়িয়ে নাচছেন অর্পিতা চৌধুরি নামের ওই না’রী পু’লিশ কর্মী।
জানা যায়, ২০ জুলাই অর্পিতা শুট করেছিলেন ভিডিওটি।
এই ঘ’টনায় পু’লিশের এক উচ্চ পদস্থ এক অফিসার বলেছেন, অর্পিতা চৌধুরি নিয়ম ভঙ্গ করেছেন।প্রথমত, অন ডিউটি থাকা সত্ত্বেও ইউনিফর্ম পরে ছিলেন না তিনি। দ্বিতীয়ত, থানার মধ্যেই নাচের ভিডিও রেকর্ড করেছেন।
পু’লিশ কর্মীদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না মানাতেই অর্পিতাকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান এই উচ্চ পদস্থ এক অফিসার।