সাত বছরের শি’শু আব্দুল্লাহ। অসাধারণ এক প্রতিভা। শুধু পুরস্কারই জিতে নেয়নি, জয় করেছে সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়। এ অল্প বয়সেই টানা ৫০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতের সঙ্গে আদায় করেছেন। বড়দের সঙ্গে শি’শু আব্দুল্লাহও পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন একটি বাই-সাইকেল।
শুধু তা-ই নয়, ম’সজিদ কমিটি আয়োজিত একটি প্রতিযোগিতা ও স্লোগান- ‘এসো বন্ধু নামাজ পড়ি, কুরআন দিয়ে জীবন গড়ি’ স্লোগানকে স্বার্থক করে তুলেছেন। কারণ ছোট্ট আব্দুল্লাহ যে, বাবার সঙ্গে নিয়মিত ম’সজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামআতের সঙ্গে পড়েছেন।
বিশিষ্ট ইস’লামিক স্কলার ও দাঈ আব্দুল হাই মুহাম্মাদ ছাইফুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই একটি উৎসাহ ও অনুপ্রেরণামূলক পোষ্ট তুলে ধরেছেন। তার পোস্টটি হুবহু তুলে ধ’রা হলো-
চ’মৎকার একটি মাহফিলে অসাধারণ কিছু মুহূর্ত।
টানা চল্লিশ দিনে কারো দুই ওয়াক্ত কারো পাঁচ ওয়াক্ত মিস হলেও সাত বছরের শি’শু আব্দুল্লাহ টানা পঞ্চাশ দিন এক ওয়াক্তও জামাত মিস করেনি।
তার আব্বা অনুভূতি বলতে গিয়ে তার মায়ের ভুমিকাকে এ ক্ষেত্রে মূল বলেছেন। উৎসাহিত করতে সাইকেল প্রদান করেছে মাহফিল কমিটি।
আম’রাও আমাদের এলাকায় এভাবে সালাতে উৎসাহিত করতে পুরস্কার দিতে পারি, মাহফিল আয়োজক কমিটিও নিজেদের প্রগ্রামের সাথে এরুপ গঠনমূলক কার্যক্রম নিতে পারেন।
আব্দুল্লাহর মা পারলে আপনারও পারা উচিৎ প্রিয় সন্তানের মায়েরা! অন্তত আমাদের সন্তানের জন্য নামাজি বানাতে নিজেরাই উদ্যোগি হতে পারি, নাকি?
উল্লেখ্য, কুষ্টিয়া জে’লার কুমা’রখালিতে একটি ইস’লামি প্রতিযোগিতায় ‘জামাআতের সঙ্গে নামাজ পড়া’র আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ৪টি সাইকেলসহ অনেক পুরস্কারের আয়োজন করে। সে অনুষ্ঠানে মা’ওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রতিযোগিদের মাঝে সাইকেলসহ অন্যান্য পুরস্কার প্রদান করেন।