কুষ্টিয়ায় শিক্ষার্থী ধ’র্ষণ: মাদ্রাসা সুপার গ্রে’প্তার
কুষ্টিয়া, ০৬ অক্টোবর- কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার অষ্টম শ্রেণির এক আবাসিক ছা’ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রে’প্তার করেছে পু’লিশ।
সোমবার রাতে তাকে গ্রে’প্তার করা হয়। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টায় মিরপুর থা’নায় তার বি’রুদ্ধে ধ’র্ষণ অ’ভিযো’গের মা’মলা করেন ছা’ত্রীর বাবা।
পু’লিশ জানায়, নির্যাতিতা ওই মাদ্রাসার আবাসিক ছা’ত্রী সপ্তাহের ৬ দিন ওই মাদ্রাসায় থাকতেন। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেতেন, আবার শনিবার সকালে পৌঁছে দিতেন মাদ্রাসায়।
গত শনিবার সকালে মে’য়েটির বাবা তাকে মা’দ্রাসায় পৌঁছে দেন। পরে ভোর রাতে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার ম্ওালানা আব্দুল কাদের (৪২) মে’য়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধ’র্ষণ করেন। রাত ৮টার দিকে মে’য়েটিকে নিজ কক্ষে ডেকে দ্বিতীয় দফা ধ’র্ষণ করেন তিনি। সুপার বিষয়টি কাউকে না জানানোর জন্য মে’য়েটিকে শাসিয়েও দেন। তবে মে’য়েটি সোমবার সকালে তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। ওই সহপাঠী ঘ’টনাটি নিজের বাবাকে জানালে তা এ’লাকা’য় জানাজানি হয়ে যায়।
মিরপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আবুল কালাম জানান, সোমবার বিকেলে নি’র্যাতনের শি’কার ওই ছা’ত্রীর বাবার করা ধ’র্ষণ অ’ভিযো’গের মা’মলায় একমাত্র আ’সামি মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদেরকে রাতেই গ্রে’প্তার করেছে পু’লিশ। ওই ছা’ত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হা’সপাতা’লে প্রেরণ করলে সেখানে সংশ্লিষ্ট চি’কিৎ’সক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন।