করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন তথ্যমন্ত্রী
প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। করোনাক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তবে করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন তিনি। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানান। চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শারীরিকভাবে সুস্থ আছেন। সকলের দোয়া চেয়েছেন তিনি। করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেয়ার পর শুক্রবার রাতে তথ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে।