রাজশাহীর গোদাগাড়ীতে কবরস্থান থেকে লা’শ চু’রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আ’ট’ক হয়েছেন দিলিপ দাশ নামে এক কবিরাজ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোদাগাড়ী উপজে’লাধীন ৬ নম্বর মাটিকা’টা ইউনিয়নের রসুলপুর গ্রামের কবরস্থান থেকে লা’শ চু’রির সময় তাকে আ’ট’ক করা হয়। খবর পেয়ে তাকে গোদাগাড়ী থা’না পু’লিশ গ্রে’প্তার করে নিয়ে আসে। গ্রে’প্তার হওয়া কবিরাজ ওই গ্রামের মৃ’ত যতনের ছে’লে দিলিপ দাশ (৫২)। কবিরাজি করেই চলে দিলিপের সংসার। তার পরিবারে স্ত্রী’সহ তিন ছে’লে ও এক মে’য়ে রয়েছে।
জানা যায়, দিলিপ কর্মজীবনে কবিরাজি করে সংসার চালায়। তার তিন ছে’লে ও এক মে’য়ে আছে। কবিরাজি সাধনার জন্য মঙ্গলবার সন্ধ্যার পরে অন্ধকারে লা’শ চু’রির উদ্দেশ্যে কবরস্থানে ঢুকে পরে। কবরস্থানটি রাস্তার পাশে হওয়ায় লুৎফর রহমান নামের এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার পথে কবরটির দিকে তাকালে বাঁশের বেড়া খুলে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে হঠাৎ দিলিপ কবর থেকে উঠে আসলে তিনি ভ’য় পেয়ে চি’ৎকার করে দৌড় দেন।
পরে এলাকাবাসী এগিয়ে এলে দিলিপকে হাতেনাতে আ’ট’ক করে পু’লিশকে খবর দেন। গোদাগাড়ী মডেল থা’না পু’লিশের একটি দল এস আই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে আ’ট’ক করে থা’নায় নিয়ে আসে। এই ঘটনায় ২৯৭ ধারায় অনধিকার প্রবেশ করে মৃ’তদেহের অবমাননা ও ধ’র্মীয় অনুভূতিতে আ’ঘাত এবং ৫০৬ ধারায় একটি মা’মলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থা’নার পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) নিত্য পদ দাস।