এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি
সিলেটে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। আগামী ৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) রেজাউল হক স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
পুলিশ হেডকোয়াটার্সের এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ আয়ুবকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, এসএমপির অতিরিক্ত উপকমিশনার মুনাদির ইসলাম চৌধুরী। তাদেরকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো সোহেল রানা সোমবার (১৯ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরকে পালিয়ে যাওয়ার ঘটনায় কোনও কর্মকর্তার দায়িত্বহীনতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে একজন এআইজির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ (৩৪) নামে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠার পর ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর পালিয়ে যায়।