এমসি কলেজে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন রাজন
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় ঘটনার আদ্যোপান্ত বর্ণনা দিচ্ছেন মামলার অন্যতম আসামি রাজন। এদিকে, গতকাল শুক্রবার (২ অক্টোবর) ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে সাক্ষাৎ, ধর্ষণ ও লুটপাটের সময় কার কী ভূমিকা ছিল, তা আদালতকে জানিয়েছে আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম।
শুক্রবার বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সাইফুর রহমান ও অর্জুন লস্কর। আর রবিউল জবানবন্দি দেয় মুখ্য মহানগর হাকিম (দ্বিতীয়) সাইফুর রহমানের আদালতে। মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য তিন আসামিকে আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালতে আনার পর বিচারক প্রথমে তাদের ভাবনাচিন্তার সময় দেন। এরপর তারা বিচারকের কাছে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মামলায় গ্রেপ্তার আট আসামির মধ্যে বাকি পাঁচজন এখনও পুলিশের রিমান্ডে রয়েছে।