এইমাত্র পাওয়া- আবার আ’সতে চলেছে নতুন ঘূ’র্ণি’ঝ’ড় গতি ,পূজোর মরসুমেই আ’ছ’ড়ে পড়বে
আমফানের পর এবার আছড়ে পড়তে চলেছে আর একটি ঘূ’র্ণি’ঝ’ড়। নতুন এই ঘূ’র্ণিঝ’ড়ের নাম গতি।
আসন্ন পূজোর মর’সুমেই আ’ছ’ড়ে পড়তে পারে এই ঘূ’র্ণিঝ’ড়। বাংলাদেশে অক্টোবর মাসেই আ’ঘা’ত হা’ন’তে পারে এই ঘূ’র্ণিঝ’ড়। কয়েক মাস আগে আমফানের প্রভাবে প্রবল ক্ষ’তিগ্র’স্তহয়েছিল দুই বাংলা। তার মধ্যেই আবার নতুন একটি ঘূ’র্ণিঝ’ড় আসতে চলেছে।আবহাওয়া বিদরা জানাচ্ছেন, ব’ঙ্গো’পসাগরে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ দুটি। এই দুটি নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত ‘হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিদরা।
আরও পড়ুন=`দেশে চলমান করোনা প’রিস্থি’তির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) ভা’র্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরীক্ষার্থীদের বিগত দুটি বোর্ড পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে চলতি বছরের ডিসেম্বরেই এইচএসসির রেজাল্ট দেয়া হবে।
শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর অনেক পরীক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার অনেকে হ’তাশাগ্র’স্ত হয়ে পড়েছেন। পরীক্ষার্থীদের অনেকে বলছেন, দীর্ঘ ছয় মাস স্থ’গিত থাকার পর অবশেষে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসায় পরীক্ষার্থীরা অনেকটা ভারমুক্ত হবেন।
এখন তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যু’দ্ধের জন্য প্রস্তুত করতে পারবেন। আবার অনেক পরীক্ষার্থী বলছেন, পরীক্ষা ছাড়া কেবলমাত্র পূর্ববর্তী বোর্ড পরীক্ষার ফল মূল্যায়ন করে রেজাল্ট দেয়ায় অনেক শিক্ষার্থীর ফল খারাপ হবে। কারণ অনেকেই জেএসসি-
এইচএসসি পরীক্ষা বাতিলের প্র’তিক্রি’য়া জানাতে চাইলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মারজান বিনতে মুরাদ জানান, এপ্রিল মাসে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা নেয়ে কোনো ঘোষণা না আসায় দমবন্ধ করা একটা প’রিস্থি’তির মধ্যে ছিলাম এতদিন। এখন অনেক ভালো লাগছে। কারণ আমার জেএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো। তবে আমার অনেক বন্ধুর রেজাল্ট খারাপ, তাই তাদের জন্য খারাপ লাগছে।