উকিল হতে এসে আসামি ৪৯, রিমান্ডে ২৪ জন
বেআইনি কাজে জড়িত থাকার অপরাধে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ালেন আইনজীবী হতে আসা ৪৯ জন। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেয়া হয়েছে আর বাকিরা গেলেন জেলে।
শনিবার অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৯ জন পরীক্ষার্থীকে পৃথক ৫ মামলায় আসামি দেখিয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে পুলিশ। প্রত্যেককে তিনদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ২৪ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করে বাকি আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
পরীক্ষা দিতে এসে শুরুতেই প্রশ্নপত্র ‘কঠিন’ এমন অভিযোগে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরে অনেকে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরও চালান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের শান্ত করতে গেলে উল্টো পুলিশের কাজে বাধা দেয়ার আরও একটি অপরাধে জড়ান তারা।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে এমন ঘটনায় মোট ৪৯ জনকে পুলিশ আটক করে। পরে আরো অজ্ঞাত উল্লেখ করে প্রায় এক হাজার জনের বিরুদ্ধে তিন থানায় পাঁচটি মামলা হয়। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে পেতেন আদালতে দাঁড়িয়ে মামলা লড়াইয়ের পেশাগত স্বীকৃতি, সেই বার কাউন্সিলের পরীক্ষায় ভাঙচুরের অপরাধে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হলো তাদের। এর আগে গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর তিনটি থানায় পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় এক হাজার জনকে আসামি করেছে পুলিশ।