আপিল করতে হাইকোর্টে মিন্নির বাবা
বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলায় ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করতে হাইকোর্টে পৌঁছেছেন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আয়শা সিদ্দিকা মিন্নির বাবা।
এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা। গত ৩০ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান।
মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ হত্যার ঘটনায় পুলিশ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তার মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার চলে এ আদালতে।