ইউক্রেনের ওলভিয়া বন্দরে আ’ট’কে থাকা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হা’মলায় নি’হত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের ম’রদেহ অবশেষে আজ সোমবার (১৪ মা’র্চ) দুপুরে দেশে আসছে। গতকালই হাদিসুরের ম’রদেহ দেশে আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় আজ আসছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মা’র্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, আজ (সোমবার) দুপুর ১২টার দিকে হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের ম’রদেহবাহী তার্কিশ এয়ারের ফ্লাইটটি ঢাকায় আসার কথা রয়েছে।
এর আগে গত বুধবার (৯ মা’র্চ) দুপুরে দেশে ফিরেন বাংলার সমৃদ্ধি জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক। ২৮ জন নাবিক দেশে ফিরলেও হাদিসুরের ম’রদেহ দেশে আনা সম্ভব হয়নি। গত শুক্রবার (১১ মা’র্চ) ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায় হাদিসুরের ম’রদেহ। এরপর সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায় তার ম’রদেহ।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি ভা’রতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলার সমৃদ্ধি। গত ২ মা’র্চ ইউক্রেনের স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট) জাহাজটিতে রকেট হা’মলা হয়। এ হা’মলায় মা’রা যান হাদিসুর রহমান।
পরদিন ৩ মা’র্চ হাদিসুরের ম’রদেহ ও ২৮ নাবিককে সরিয়ে ব্যাঙ্কারে নিয়ে আসা হয়। পরে তাদের মলদোভা হয়ে রোমানিয়া নিয়ে আসা হয়। রোমানিয়া থেকে দেশে ফিরেন ২৮ নাবিক। একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই ২৮ জন নাবিক ও হাদিসুরের ম’রদেহ উ’দ্ধার করা হয়।