আজকে ২য় গানটি প্রকাশিত হবেঃ নুসরাত ফারিয়া
শুধু অভিনেত্রী নয়, নুসরাত ফারিয়া গায়িকাও! তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর নেট দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছিল! সাফল্যের ধারাবাহিকতায় নিজের দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি।
নতুন এই গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি। ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ ১৪ অক্টোবর গানটির ভিডিও অবমুক্ত হয়েছে।
ভিডিওতেও নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শক উপভোগ করছেন।
নতুন গান নিয়ে নুসরাত ফারিয়া বললেন, এটা সত্যিই ভালো লাগার মতো একটি বিষয়। ‘পটাকা’ গানটিও গ্রহণ করেছিলেন শ্রোতা ও দর্শক। নতুন গানটিও সবার নজর কাড়তে সক্ষম হবে বলে জানালেন ঢালিউডের অভিনেত্রী নুসরাত ফারিয়া।
প্রসঙ্গত, ২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর হিরো ৪২০, বাদশা দ্য ডন, বস-টু, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।